ঢাকাTuesday , 2 December 2025
  • অন্যান্য
  1. English
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জেলা ও উপজেলা
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. নতুন আপডেট
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. শিক্ষা ও সাহিত্য

বাবা হলেন কণ্ঠশিল্পী-ইমরান

admin
December 2, 2025 3:04 am
Link Copied!

বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান।জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ঘর আলো করে কন্যাসন্তানের বাবা হয়েছেন। স্ত্রী মেহের আয়াত জেরিন সুস্থভাবে সন্তান প্রসব করেছেন। আনন্দের এই খবরটি সোমবার ( ১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন গায়ক।

ইমরান লেখেন, ‘প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যা সন্তান উপহার দিয়েছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের ছোট্ট মেয়ের আগমন নিঃসন্দেহে আমাদের জীবনকে আরও রঙিন করে তুলবে ইন শা আল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্যস আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।’ তবে বিস্তারিত জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ইমরানকে পাওয়া যায়নি।

বিয়ের আড়াই বছর পর দাম্পত্য জীবনে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই দেশের সংগীত অঙ্গনের শিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে ইমরানকে অভিনন্দন জানাচ্ছেন।

২০২৩ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। তখন সামাজিক মাধ্যমে তিনি জানান, পারিবারিক আয়োজনেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে বড় আপা ও দুলাভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিবাহোত্তর অনুষ্ঠান করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।