ঢাকাTuesday , 2 December 2025
  • অন্যান্য
  1. English
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জেলা ও উপজেলা
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. নতুন আপডেট
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. শিক্ষা ও সাহিত্য

স্থগিত করা হলো ব্রাকসুর নির্বাচন 

admin
December 2, 2025 2:51 am
Link Copied!

ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন স্থগিত।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ভোটার তালিকার নানা ত্রুটি ও তথ্যগত জটিলতার কারণে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

তফসিল অনুযায়ী রবিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে সোমবার বিকেল ৪টায় শেষ হওয়ার কথা ছিল। মনোনয়ন বিতরণ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরই নির্বাচন স্থগিতের ঘোষণা আসে।সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার।

তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ তালিকা ব্যবহার করলে প্রার্থীদের বৈধতা নিয়ে জটিলতা সৃষ্টি হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ভোটার তালিকায় ত্রুটি থাকা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা এ ভুলের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তবে তাঁর মতে, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন কার্যক্রম স্থগিত না করেও চালিয়ে যেতে পারত।একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য সরবরাহ করে কমিশনকে বিব্রত করার কোনো উদ্দেশ্য সংশ্লিষ্ট দফতরের কারও ছিল কি না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত। সঠিক ও নির্ভুল নথিপত্র না পাওয়া পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও তিনি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।