ঢাকাSaturday , 29 November 2025
  • অন্যান্য
  1. English
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জেলা ও উপজেলা
  9. তথ্য ও প্রযুক্তি
  10. ধর্ম
  11. নতুন আপডেট
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. শিক্ষা ও সাহিত্য

ইয়ামালের বিচ্ছেদের ঘোষণা আর্জেন্টাইন গায়িকার সঙ্গে

admin
November 29, 2025 11:44 am
Link Copied!

ইয়ামালের বিচ্ছেদের ঘোষণা আর্জেন্টাইন গায়িকার সঙ্গে।

বার্সেলোনার তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সময়টা ব্যক্তিগত ও পেশাগতভাবে কিছুটা কঠিন যাচ্ছে। চোট ও খেলার ছন্দহীনতার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও হোঁচট খাচ্ছেন ১৮ বছর বয়সী এই তারকা। সাম্প্রতিক সময়ে তার আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের সঙ্গে প্রেমের সম্পর্ক মাত্র তিন মাসের মাথায় শেষ হয়েছে।

স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসকে ইয়ামাল নিজেই বিষয়টি জানিয়েছেন। জাভি হোয়োস বলেন, “নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা ইয়ামাল আমাকে জানিয়েছেন। এটি নতুন কোনো ঘটনা নয় এবং সম্পর্ক ভাঙার পেছনে কোনো প্রতারণা বা অবিশ্বাস নেই।”

সম্প্রতি ইয়ামালকে ইতালির মিলানের একটি পার্টিতে দেখা গেছে। সেখানে তিনি ইতালীয় সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে উপস্থিত ছিলেন। এ নিয়ে গুঞ্জন উঠেছে যে নতুন কোনো প্রেমের কারণে নিকোলের সঙ্গে সম্পর্ক শেষ করেছেন ইয়ামাল।

কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’-তে জাভি হোয়োসকে জানিয়েছেন, “আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এবং এতে কোনো প্রতারণা জড়িত নয়। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। সম্পর্ককে কেন্দ্র করে ছড়ানো সাম্প্রতিক তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গ করিনি এবং অন্য কারও সঙ্গে সম্পর্ক নেই।”

নিকো নিকোল এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। অন্যদিকে ইয়ামাল ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন—একটিতে বিষণ্ণ চেহারা, আরেকটিতে হাসিখুশি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।